নানা আয়োজনে মৌলভীবাজারে ‘সেং কুটস্নেম’ উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বরণ উৎসব 'সেং কুটস্নেম' অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার উপজেলার মাগুরছড়া পানপুঞ্জি মাঠে নানা আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এর মাধ্যমে বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নেন খাসিয়া জনগোষ্ঠী।খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পথমি বলেন, সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে এ আয়োজন করা হয়েছিলো।প্রতি বছর সিলেট বিভাগের প্রায় ৭...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবিদায় ও বরণ উৎসব 'সেং কুটস্নেম' অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার মাগুরছড়া পানপুঞ্জি মাঠে নানা আয়োজনে এই অনুষ্ঠান উদযাপন করা হয়। এর মাধ্যমে বর্ষপুঞ্জি অনুযায়ী ১২৬তম বর্ষকে বিদায় ও ১২৭তম বর্ষকে বরণ করে নেন খাসিয়া জনগোষ্ঠী।
খাসিয়া সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক ফিলা পথমি বলেন, সব বয়সের মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে অনুষ্ঠানে অংশ নেন। আদিবাসী সংস্কৃতি ও বিশ্বাসের ওপর ভিত্তি করে এ আয়োজন করা হয়েছিলো।
প্রতি বছর সিলেট বিভাগের প্রায় ৭৩টি খাসিয়া গ্রামের মানুষ এই উৎসবে অংশগ্রহণ নেন। পাশাপাশি অংশ নেন দেশ-বিদেশের পর্যটকরা। সেং কুটস্নেম উৎসবে সবাই মিলে মাছ শিকার, ঐতিহ্যবাহী খেলাধুলা ও পোশাক পরা, সাংস্কৃতিক পরিবেশনাসহ নিজেদের সামাজিক সম্পর্কে সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হন।
সেং কুটস্নেম উপলক্ষে এদিন মাগুরছড়া পুঞ্জির মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। বিভিন্ন স্টলে খাসিয়াদের ঐতিহ্যবাহী পোশাক, পান, তীর, ধনুকসহ বাঁশ-বেতের জিনিসপত্র সাজিয়ে রাখা হয়।
সংগঠনের মুখপাত্র সাজু মারছিয়াং বলেন, ব্রিটিশ শাসন আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে ২৩ নভেম্বর 'সেং কুটস্নেম' পালন করা হয়। তবে বিভিন্ন সমস্যার কারণে এ বছর ২২ নভেম্বর শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠিত করা হয়।
জানা যায়, সেং কুটস্নেম বা বর্ষ বিদায় খাসিয়াদের একটি সার্বজনীন উৎসব। প্রাচীন খাসিয়া সমাজে দেবতার প্রতি সন্তুষ্টি প্রকাশের মধ্য দিয়েই এ উৎসব পালিত হতো।
অনুষ্ঠানে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন প্রধান সুচিয়াংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার–৪ আসনের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব, একই আসনের এনসিপির (যুগ্ম সদস্য সচিব) প্রার্থী প্রীতম দাশ প্রমুখ।