নির্বাচনী প্রক্রিয়ায় কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের নির্বাচন বিগত যেকোনো নির্বাচনের চেয়ে আলাদা উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ২০২৯ সালে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও কেন ২০২৬ সালেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই প্রেক্ষাপট আমাদের মনে রাখতে হবে। হাজারো প্রাণের আত্মত্যাগ ও অসংখ্য মানুষের পঙ্গুত্ববরণের বিনিময়ে আমরা এই পরিবেশ পেয়েছি।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে জানিয়ে তিনি বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। যদি কেউ নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়ম করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভোটকেন্দ্রের প্রস্তুতি প্রসঙ্গে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। যেখানে সমস্যা আছে, সেখানে সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে।

এছাড়া ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তাঘাট ও অবকাঠামো মেরামতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি। ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা হবে, বলেন তিনি।

গণভোটের প্রচার নিয়ে তিনি বলেন, গণভোট সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তবে যারা সরাসরি নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত, তাদের 'হ্যাঁ' ভোটের প্রচারে অংশ নেওয়া ঠিক হবে না। অন্যান্য সরকারি কর্মকর্তারা প্রচারে অংশ নিতে পারবেন। তবে কেউ যদি ভোট না দিতে চান, তবে তাকে বাধ্য করা যাবে না।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার আলমসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।