অবশেষে জামিন পেলেন সকিনা
ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ করা ৬৮ বছর বয়সী সকিনা বেগম শেষ পর্যন্ত জামিন পেয়েছেন। ঢাকায় মিরপুরে যে পরিবারের আশ্রয়ে তিনি ছিলেন, তাদের জিম্মায়ই সকিনাকে দেওয়া হয়েছে।আজ রোববার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন মঞ্জুর করেন।আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সকিনাকে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ভাসানটেক পুলিশ তুলে নেয়। এর আগেই তাকে নিয়ে বিবিসি বাংলায় করা একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।প্রতিবেদনে সকিনা এবং আসামে থাকা তার পরিবার অভিযোগ করে...
ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ করা ৬৮ বছর বয়সী সকিনা বেগম শেষ পর্যন্ত জামিন পেয়েছেন। ঢাকায় মিরপুরে যে পরিবারের আশ্রয়ে তিনি ছিলেন, তাদের জিম্মায়ই সকিনাকে দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন তার জামিন মঞ্জুর করেন।
আসামের নলবাড়ী জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা সকিনাকে গত ২৫ সেপ্টেম্বর ঢাকার ভাসানটেক পুলিশ তুলে নেয়। এর আগেই তাকে নিয়ে বিবিসি বাংলায় করা একটি প্রতিবেদন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে সকিনা এবং আসামে থাকা তার পরিবার অভিযোগ করে—বিএসএফ তাকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
এরপর ঢাকার একটি আদালতে তিনি আইনি ঝামেলায় আটকে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাসানটেক থানার সাব-ইন্সপেক্টর শেখ মো. আলী সনি গত ২৫ সেপ্টেম্বর সকিনার বিরুদ্ধে একটি মামলা করেন। পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের জন্য 'দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২'-এর অধীনে তার বিরুদ্ধে মামলাটি হয়। তবে মামলায় তার নাম 'সখিনা' লেখা হয়।
কয়েক ঘণ্টা পর পুলিশ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) হাজির করে। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর থেকে সকিনা ১৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত তিনবার জামিনের আবেদন করেছেন, কিন্তু প্রতিবারই আদালত জামিন নাকচ করেছেন।
শেষ পর্যন্ত আজ জামিন শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
এ বছর জুনের প্রথম সপ্তাহে ঈদুল আজহার চার দিন আগে ভীত-সন্ত্রস্ত সকিনা ভাসানটেকের একটি দোকানের সামনে কাঁদছিলেন। দোকানটি জাকিয়া বেগম নামে এক নারীর বাড়ির কাছেই। তিনি মিরপুরের ভাসানটেকে টিনশেড এলাকার একটি বাড়িতে থাকেন।
জাকিয়ার ভাড়াটিয়া হামিদা বেগম ৪০ বছর বয়সী পোশাক কারখানার শ্রমিক, তিনি সেদিন সকিনাকে দেখেন। সেই রাতেই তিনি তাকে নিজের ঘরে আশ্রয় দেন।
পরদিন সকালে হামিদা তাকে নিয়ে যান জাকিয়ার মেয়ে ক্লান্তি আক্তারের কাছে। ২৭ বছর বয়সী ক্লান্তি এসএসসি পাস করেছেন। বিয়ের পরও তিনি বাবা-মায়ের সঙ্গেই থাকছেন।
অসুস্থ ও বিপর্যস্ত অবস্থায় থাকা সকিনাকে দেখে জাকিয়ার পরিবার স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ এনে চিকিৎসা দেয়। তারা তাকে সুস্থ হতে সাহায্য করে।
ক্লান্তি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা তাকে খুব অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় পাই। তিনি জানান যে, দুই-তিন সপ্তাহ ধরে তিনি এই শহরে ঘুরে বেড়িয়েছেন। ঠিকমতো খেতেও পারেননি। খালি পায়ে হাঁটতেন বলে দুই পায়ে ক্ষত ছিল। কখনও রাস্তার কুকুর তাকে তাড়া করেছে।'
সকিনা বিস্তারিত কিছু বলতে পারেননি। শুধু দুটি শব্দ বলেছিলেন—'বরকুড়া' এবং 'নলবাড়ী'। এরপর ক্লান্তি গুগলে সার্চ করে ওই এলাকাগুলো খুঁজে পান।
দুই সপ্তাহ পর তারা জানতে পারেন, সকিনা ভারতের আসামের বাসিন্দা। ভাষাগত সমস্যা, বয়স ও স্বাস্থ্য বিবেচনায় জাকিয়া ও স্থানীয় কয়েকজন চার মাস তাকে আশ্রয় দেন। তারা চেষ্টা করেন তাকে আসামে ফিরিয়ে দিতে।
ক্লান্তি বলেন, তারা দুইবার স্থানীয় থানায় যোগাযোগ করেছিলেন। কিন্তু কীভাবে তাকে দেশে ফেরানো যাবে, সে বিষয়ে কোনো সমাধান পাননি।
পরে তিনি সকিনার এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেন। ওই আত্মীয় 'এখন টিভি' চ্যানেলে কাজ করেন। এরপর বিবিসি বাংলার এক প্রতিবেদকও বিষয়টি জানতে পারেন এবং সকিনার পরিবারকে আসামে খুঁজে বের করেন।
বিবিসির প্রতিবেদন প্রকাশের পর পুলিশ সকিনাকে তাদের হেফাজতে নেয়। এখন জাকিয়ার পরিবার তার মুক্তির জন্য আইনি লড়াই চালাচ্ছে। আর্থিক কষ্টে থাকলেও তারা মামলাটি শেষ পর্যন্ত লড়বেন বলে দৃঢ়সংকল্প।
ক্লান্তি চান, সকিনা তাদের বাড়িতেই থাকুন, যতদিন না তাকে ভারতে ফিরিয়ে নেওয়া যায়।