গণভোট অধ্যাদেশ ২০২৫ এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটি অনুমোদন হয়।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের সঙ্গে একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট।

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানান, গণভোট কীভাবে গ্রহণ করা হবে সে প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ করে গণভোট অধ্যাদেশ চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে। আজ বা আগামীকালের মধ্যে এটা গেজেট নোটিফিকেশন হবে।

গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো—জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কি না। সেখানে হ্যাঁ ও না দুটি বক্স থাকবে। সম্মতি জানালে 'হ্যাঁ' ভোট, অসম্মত হলে 'না' ভোট দিতে হবে।

আইন উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে গণভোটের ব্যালট আলাদা হবে। গণভোটের ব্যালট রঙিন হবে যেন ভোটার বিভ্রান্ত না হয়। সাধারণত সংসদ নির্বাচনের ব্যালট হয় সাদাকালো।

আসিফ নজরুল বলেন, 'সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিয়োগকৃত রিটার্নিং, সহকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসাররাই গণভোটে রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।'

গণভোটের ক্ষেত্রেও পোস্টাল ব্যালটের সুযোগ থাকবে বলে জানান তিনি।