আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সরকার ৩০০ উপজেলায় জনসচেতনতা ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে।

অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটি আজ মঙ্গলবার সকালের বৈঠকে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে সরাসরি কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি মাসেই শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনের আনুমানিক ব্যয় প্রায় ২৫ কোটি টাকা।

ক্যাম্পেইনের অংশ হিসেবে সরকার ৬৪ জেলা ও ৩০০ উপজেলায় এলইডি অ্যাকটিভেশন ক্যারাভানের মাধ্যমে প্রদর্শনী, টিভিসি, ভিডিও ডকুমেন্টারি ও একই ধরনের বিভিন্ন কনটেন্ট প্রচারের পরিকল্পনা করেছে।