সূত্রাপুরে হেলে পড়েছে ভবন: ফায়ার সার্ভিস
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে রাজধানীতে দুটি ভবন হেলে পড়া, একটি ভবনের রেলিং থেকে ইট খসে পড়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত অনেক মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে রাস্তায় নেমে আসেন। ঢাকায় তিন জন ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে।ভূমিকম্পের পর দেশের বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে রাজধানীসহ বিভিন্ন স্থানের কয়েকটি ঘটনার কথা জানিয়েছে।ফায়ার সার্ভিস...
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। এর জেরে রাজধানীতে দুটি ভবন হেলে পড়া, একটি ভবনের রেলিং থেকে ইট খসে পড়ার ঘটনা ঘটেছে। আতঙ্কিত অনেক মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে রাস্তায় নেমে আসেন। ঢাকায় তিন জন ও নারায়ণগঞ্জে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল নরসিংদীতে।
ভূমিকম্পের পর দেশের বিভিন্ন জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিস এক বিজ্ঞপ্তিতে রাজধানীসহ বিভিন্ন স্থানের কয়েকটি ঘটনার কথা জানিয়েছে।
ফায়ার সার্ভিস দুপুর ১২টার দিকে জানায়, সূত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন পাশের আরেকটি ভবনের ওপর হেলে পড়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া কলাবাগানের আবেদ আলী রোডেও একটি সাততলা ভবন হেলে পড়ার খবর আসে। দুটি স্থানেই ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে। তবে কলাবাগানে ভবনটি ঠিক আছে, আতঙ্কের কারণে মানুষ ফোন করেছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে একটি আটতলা ভবনের পলেস্তারা ও কয়েকটি ইট খসে পড়েছে। অন্যদিকে, খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পাশের দোতলা ভবনের একজন আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
বারিধারায় একটি বাসায় এবং মুন্সিগঞ্জের গজারিয়ার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। দুই স্থানেই ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে বারিধারার আগুন ভূমিকম্পের কারণে লেগেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও ফায়ার সার্ভিসের পরিদর্শনে কোনো ক্ষয়ক্ষতির সত্যতা পাওয়া যায়নি।