তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তি’র অভিযোগে মামলার আবেদন খারিজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে 'কটূক্তি'র অভিযোগে শাহীন মাহমুদ নামে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।মামলাটি যথাযথ নথিপত্রসহ দায়ের না করায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।গতকাল বুধবার কনটেন্ট নির্মাতা শাহীন মাহমুদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার আবেদনটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ স...
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে 'কটূক্তি'র অভিযোগে শাহীন মাহমুদ নামে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।
মামলাটি যথাযথ নথিপত্রসহ দায়ের না করায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল বুধবার কনটেন্ট নির্মাতা শাহীন মাহমুদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলার আবেদনটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর।
বিচারক অভিযোগকারীর বক্তব্যও রেকর্ড করেন এবং মামলার আদেশ দেওয়ার জন্য আজ দিন ধার্য করেন।
মামলার আবেদনে বলা হয়, চলতি বছরের ১২ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে, গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
শাহীন মাহমুদ ১৫ নভেম্বর তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে লেখেন, '৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।'
এতে অভিযোগ করা হয়, এই পোস্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার হীন প্রয়াসকে প্রস্ফুটিত করেছে। ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি।